ভোলায় ইয়াবা সহ যুবক আটক
স্টাফ রিপোটার, আমাদের ভোলা.কম।
ভোলায় ৫ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ভোলা জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম বলেন পুলিশ সুপার,ভোলা মহোদয়ের নির্দেশে এস.আই(নিঃ) /শান্তনু দেবনাথ জেলা গোয়েন্দা শাখা,ভোলা ইং ২৮/০৭/১৯ খ্রি দুপর ১৪:০৫ ঘটিকায় সময় ভোলা থানাধীন চরনোয়াবাদ বাপ্তা ০৯ নং ওয়ার্ডে অভিযান করিয়া মাদকব্যবসায়ী ১/মো:মিরাজ (২৫)কে ৫(পাচ) পিচ ইয়াবাসহ আটক করে। মামলা প্রক্রিয়াধীন।