ভোলায় ইভটিজিং এর অভিযোগে এক বছরের কারাদণ্ড
কাজী মহিবুল্লাহ আযাদ।
ভোলায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগে সুজন নামের এক যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাসনাত খান এই আদেশ প্রদান করেন।
জানায়, সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শান্তিরহাট মধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করতে স্যামপুর গ্রামের মো. কামালের ছেলে সজিব (১৮)। বিষয়টি স্থানীয়দের জানালে ক্ষিপ্ত হয়ে ওই যুবক ছাত্রীর বাবাকে বিভিন্ন মিথ্যা মামলা ফাঁসানো এবং মেয়েকে তুলে নেওয়ার হুমকি দেয়। এতে ভয়ে ছাত্রীর বাবা মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করে দেন।
শনিবার দুপুরে ছাত্রীর বাবা ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এর কাছে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে রবিবার সকালে সুজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড প্রদান করেন