ভোলায় লকডাউনের চতুর্থ দিনে ১৫৬ জনকে জরিমানা, ৫ জনকে কারাদন্ড প্রদান ।

ইয়াছিনুল ঈমন ,সম্পাদক, আমাদের, ভোলা।
০৪/০৭/২০২১খ্রি. তারিখ সারাদিনে ভোলা জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা/নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে পরিচালিত মোবাইল কোর্ট এর তথ্য।
১.ভোলা সদর = ৯টি মোবাইল কোর্ট ৭৬টি মামলায় ৭৯ জন আসামীর মধ্যে ৭৪ জনকে ৯৮২০০/-টাকা জরিমানা ও ৫ জনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড
২.দৌলতখান= ২টি মোবাইল কোর্ট ১২টি মামলায় ১২ জনকে ৭৯৫০/- টাকা জরিমানা।
৩.বোরহানউদ্দিন= ২টি মোবাইল কোর্ট ১৮টি মামলায় ১৮ জনকে ২৮৩০০/- টাকা জরিমানা।
৪.লালমোহন= ২টি মোবাইল কোর্ট ৬টি মামলায় ৬ জনকে ৮৪০০/-টাকা জরিমানা।
৫.তজুমদ্দিন= ১টি মোবাইল কোর্ট ৯টি মামলায় ৯ জনকে ২০০০/-টাকা জরিমানা।
৬.চরফ্যাশনে= ২টি মোবাইল কোর্ট ২৩টি মামলায় ২৯ জনকে ৩৩৭০০/-টাকা জরিমানা।
৭.মনপুরা= ১টি মোবাইল কোর্ট ৮টি মামলায় ৮ জনকে ৩৯০০/-টাকা জরিমানা।
মোট: ০৪/৭/২০২১ খ্রি. তারিখে সারাদিনে ভোলা জেলায়:
১৯টি মোবাইল কোর্টে ১৫২টি মামলায় ১৬১জন আসামীর মধ্যে ১৫৬ জনকে ১,৮২,৪৫০/-টাকা জরিমানা এবং ৫ জনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড করা হয়।
০১/৭/২০২১ তারিখ থেকে ৪/৭/২১তারিখ পর্যন্ত মোট :
মোবাইল কোর্ট: ৭৭টি
মামলা: ৭১৫ টি
মোট আসামী: ৭৫৫ জন
অর্থদন্ড: ৭,০৪,৫৫০/- টাকা (৭৩৯ জনকে)
কারাদন্ড: ১৬ জন