ভোলায় পৌরসভা সার্ভিস এসোসিয়েশন এর অবস্থান কর্মসূচি পালিত

স্টাফ রিপোটার, আমাদের ভোলা.কম। 
” এক দেশে দুই নীতি মানি না মানবোনা” এই স্লোগান নিয়ে রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রদান, পেনশন প্রথা চালুর দাবি, জনপ্রতিনিধিদের সম্মানী প্রদান সহ বিভিন্ন দাবিতে ভোলায় পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ভোলা জেলা শাখার আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।২ জুলাই সোমবার পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী সংসদের আহবানে ও ভোলা পৌর শাখার আয়োজনে এ অবস্থান ধর্মঘটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব ইন্জিনিয়ার মোঃ আবদুস সাত্তার।
ভোলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি মীর আলাউদ্দিন এর সভাপতিত্বে আরো বক্তব রাখেন ভোলা পৌর সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সহ ভোলার বিভিন্ন পৌরসভার প্রকৌশলী, সচিব, সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, সরকারের বাজেটে আমাদের দাবির বিষয়ে কোন প্রতিফলন নাই। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের জন্য এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তপে কামনা করেন। উল্লেখ্য,সোমবারও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মসূচী সহ কর্মবিরতি পালন করে।
এতে ভোলার ৫ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহন করেন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।