তজুমদ্দিনে যুবককে গাছে বেঁধে নির্যাতন করায় আটক-২

তজুমদ্দিন প্রতিনিধি:আমাদের ভোলা.কম
ভোলার তজুমদ্দিনে জমিজমারবিরোধকে কেন্দ্র করে যুবককে গাছের সাথে বেঁধে নির্যাতনকরার ঘটনায় মামলা দায়েরের পর দুই আসামীকে গ্রেপ্তারকরেছে পুলিশ। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করাহয়েছে।
থানা সুত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ঘোষেরহাওলা গ্রামে জমিজমা বিরোধের জেরে শনিবারে মোঃ অহিদুলইসলামকে প্রতিপক্ষ লোকেরা বাড়িতে একা পেয়ে সুপারিগাছের সাথে বেঁধে মারপিটের করে। এঘটনায় অহিদুলের স্ত্রীলাভনী বেগম বাদী হয়ে আটজনকে আসামী করে থানায়মামলা দায়ের করে। পরে পুলিশ রবিবার ভোর ৬টার দিকেমামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল আমিন, আব্দুল্যাহআল আজাদ এবং এএসআই নজরুল ইসলাম অভিযানচালিয়ে অভিযুক্ত রতনের ছেলে মোঃ নিরব ও দিল মোহাম্মদেরছেলে মোঃ কাঞ্চনকে আটক করে। পরে তাদেরকে কোর্টেরমাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।