তজুমদ্দিনে থানা প্রশাসনের উদ্যোগে হাজী নূরুল ইসলাম চৌধুরীর স্মরণে দোয়া ও মিলাদ
তজুমদ্দিন প্রতিনিধি, আমাদের ভোলা.কম।
তজুমদ্দিন থানা প্রশাসনের উদ্যোগে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নূরুন্নবী চৌধুরী শাওনের পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ নূরুল ইসলাম চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্টিত হয়। সোমবার বাদ আসর থানা কমপ্লেক্স জামে মসজিদে অফিসার ইন-চার্জ মোঃ ফারুক আহমেদ এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মোনাজাত প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল হক দেওয়ান। মোনাজাতে অংশ গ্রহন করেন উপজেলা জামে মসজিদ পেশ ইমাম মাওঃ নাসরুল্লাহ, বড় জামে মসজিদ পেশ ইমাম মাওঃ মোহসিন উদ্দিন, উত্তর বাজার জামে মসজিদ পেশ ইমাম মাওঃ হাফেজ মোঃ ইউসুফ, হাসপাতাল জামে মসজিদ পেশ ইমাম মাওঃ মো হারুন, উপজেলা যুবলীগ সভাপতি শহিদুল্লাহ কিরন, প্রেসক্লাব সভাপতি মোঃ রফিক সাদী প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদ পেশ ইমাম হাফেজ মাওঃ আব্দুর রহিম।