তজুমদ্দিনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
তজুমুদ্দিন প্রতিনিধি, আমাদের ভোলা.কম।
ভোলার তজুমদ্দিনে পুলিশ এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করে। এ ঘটনায় তজুমদ্দিন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।
মামলার বিবরণীতে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাওলানাকান্দি গ্রামের মোঃ আবু তাহের মাঝী সোমবার রাত ৯টার সময় পরিবারের সবাইকে নিয়ে রাতের খাবার শেষে নৌকার মাল্লাদের নিয়ে মাছ ধরতে নদীতে চলে যান। পরে রাত ২টা ১০ মিনিটে নদী থেকে বাসায় এসে দেখেন তার পুত্র রাজিবের স্ত্রী লিমা বেগম (১৯) বসতঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে।
তার ডাক-চিৎকারে পাশ্ববর্তী লোকজন ছুটে আসে। পরে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ তজুমদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। মামলা নং ০২।
এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’