জলেভাসা জীবন যাদের

ছোটন সাহা, অতিথি প্রতিবেদক, আমাদের ভোলা.কম।

জীবন যাদের জলেভাসা। ওরা নদীতে থাকে। মাছ ধরার উপর নির্ভরশীল জীবিকা। নদীতে আহরনকৃত মাছ ডাঙ্গায় নিয়ে যাওয়া হয়, সেখানে চলে মাছ কেনা-বেচা। ওই টাকায় চলে সংসার। ডাক্তারের প্রতি ভরসা নেই বললেই চলে। তাবিজ-কবজ আর কবিরাজ ওদের ভরসা।

ওদের নৌকায় বিয়ে হয়, খাওয়া-দাওয়া, ঘুম সবই যেন নৌকাতে। প্রতিবেশীরাও নৌকায় থাকে। সুখ-দুঃখ আর আনন্দ বেদনার কথা জানাতে হয় প্রতিবেশী নৌকার বাসিন্দাদের। নাগরিক সুবিধা মেলে না তাদের, তবে কিছুটা আধুনিক জীবনে ঝুঁকে পড়ছেন তারা। সৌর বিদ্যুত ব্যবহার করেন তারা।

ভোলা সদরের ইলিশা ফেরীঘাট সংলগ্ন এলাকায় নৌকাভাসি মানতা পরিবারের দেখা মেলে। সারাদিন মাছ শিকার শেষে সংসারের কাজ করেন নারীরা। কিছুটা সহযোগীতা করে পুরুষরা।

নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই তবে জলের সাথেই যুদ্ধ চলে প্রতিদিন। ভালো মাছ পেলে হাসি ফুটে কম পেলে মলিন মুখ। জীবনটাই যেন তাদের বিবর্ন। নারী ও শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে থাকলেও সে দিকে তাদের নজর নেই। দু’বেলা দু’মুখো খাবারের জন্য প্রতিদিন জাল বাইতে হয়। উত্তাল নদীতেও ভয় নেই। প্রজন্মের পর প্রজন্ম এভাবেই কাটছে নৌকাভাসি মানতাদের।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।