চরফ্যাশনে চৌধুরী হোন্ডা গার্ডেনের উদ্বোধন
ডেস্ক রিপোট, আমাদের ভোলা.কম।
ভোলার চরফ্যাশনে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড’র নতুন শো-রুম চৌধুরী হোন্ডা গার্ডেন এর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৩জুলাই) বিকাল ৫ টায় সদর রোড শরীফপাড়া চৌধুরী হোন্ডা গার্ডেনে বিখ্যাত জাপানি হোন্ডা কোম্পানীর বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ককর্মকর্তা বৃন্দ অনলাইনের মাধ্যমে শো-রুমটি উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থীত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, বিশেষ অতিথি হিসেবে উপস্থীত ছিলেন, চরফ্যাশন সরকারী কলেজের অধক্ষ কয়সার আহমেদ দুলাল, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, জিন্নাগড় ইউপি চেয়ারম্যান মো.হোসেন মিয়া,উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক এইচএম মোরশেদ, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান স্বপন প্রমুখ।
এসময় চৌধুরী হোন্ডা গার্ডেনের কর্ণধার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হায়াত আলী চৌধুরী বলেন, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের মোটর সাইকেলের প্রায় ১০ টি নতুন মডেল এসেছে। যা চলে বেশি এবং টিকেও দির্ঘদিন। হোন্ডা’র মোটর সাইকেল জ্বালানি সাশ্রয় ছাড়াও স্বল্পমূল্যে বিভিন্ন অফারে বিক্রিয় হচ্ছে।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতে অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।