কোরবানির উপযুক্ত দেশি পশু পাওয়া যাচ্ছে আরটিএন ফার্ম হাউসে
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।
প্রতিবছরের ন্যায় এবারো সকল গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের চাহিদা এবং পরামর্শকে গুরুত্ব দিয়ে কোরবানির উপযোগী বিভিন্ন সাইজের ষাড় / আবাল গরু পাওয়া যাচ্ছে আরটিএন ফার্ম হাউসে। সম্পুর্ণ প্রকৃতিক ভাবে শুধুমাত্র কাচা খাস,গমের ভূসি খাইয়ে এখানে মোটাতাজা করে হয়।
আরটিএন ফার্ম হাউসের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন দেশের এই করোনা কালিন সংকটের মূহুর্তে আমাদের সন্মানিত গ্রহকদের স্বাস্থ্য ঝুকির বিষয়টি বিবেচনা করে। সামাজিক দুরত্ব এবং বায়ো সিকিউরিটি নিশ্চিত করার মাধ্যমে খামারে গরু কেনার বিশেষ ব্যবস্থা এবং গ্রাহকদের কেনা গরু হোম ডেলিভারি দেবার বিশেষ ব্যবস্থা গ্রহন করেছি।
খামার ভিজিট ও বুকিং এর জন্য যোগাযোগ করুন –
আরটিএন ফার্ম হাউজ
লেজপাত, চরপাতা,দৌলতখান, ভোলা
(মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে ১০ মিনিটের দুরত্ব)
আথবা
হেড অফিস – পিটিআই গেট ভোলা
মোবাইল- 01721188430, 01753675782