কুমিল্লায় আদালত কক্ষেই খুন

নিউজ ডেস্ক, আমাদের ভোলা.কম।
কুমিল্লায় একটি হত্যা মামলায় হাজিরা দিতে এসে আদালত কক্ষেই ছুরিকাঘাতে খুন হয়েছেন এক আসামি। সেখানে অপর এক আসামির ছুরিকাঘাতে নিহত হয়েছেন তিনি।
সোমবার দুপুর ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। জেলার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘাতক আসামি হাসানের বাড়ি কুমিল্লার লাকসামে। তার বাবার নাম শহীদুল্লাহ। হাসান পেশায় একজন রাজমিস্ত্রী। নিহত ফারুক (২৮) লাকসামের ওহিদূল্লাহর ছেলে। সম্পর্কে তারা মামাত-ফুফাত ভাই।
পুলিশ ঘটনাস্থল থেকে হাসানকে আটক করেছে। ফারুকের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে।
পিপি জহিরুল ইসলাম সেলিম জানান, আদালত কক্ষে ছুরিকাহত ফারুককে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন আহমেদ জানান, একটি মামলার হাজিরা দিতে ফারুক ও হাসান আদালতে এসেছিলেন ।
সূত্র – রাইজিং বিডি