কবি মোঃ আঃ কুদদূস এর কবিতা ” ক্ষণিক “

আবার আসিলে দেখা হবে
সব কুহেলিকা ভুলে
স্মৃতির আয়নায় এই চোখ
তব ছবি রাখবে তুলে।

হাজার মুখের লক্ষ নয়নে
যদিও যাও গো চলে
এ চোখ ঠিকই খুঁজে পাবে
একবার দেখার ফলে।

একদিন পাখি ডাকা ভোরে
ঠিকই দেখিবে মোরে
খরতাপে ফেঁটে চৌচির হওয়া
তব নির্জন তেপান্তরে।

সেদিন সাদরে লইব নিমন্ত্রণ
হেরিতে মায়াবী মুখ
ক্ষণিকের জীবনে ক্ষণিকেই
ভুলিবো মনের দুঃখ।

আজিকে তবু লও, ওহে বন্ধু,
প্রভাতের শুভ কামনা
জীবন ফুরালেও আশীষ যেন
একটুও কভু কমে না।

ভালো থেকে ভালো রেখো গো,
ভালোয়ে কাটুক জীবন,
বেঁচে আছি যতদিন এ ধরায়
হৃদয়ে থাকবে সারাক্ষণ।

২২ জুলাই ২০১৯
ঢাকা।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।