এমপি শাওনের পিতার ইন্তেকাল
এনামুল হক রিংকু, লালমোহন প্রতিনিধি:
ভোলা-৩ আসনের এমপি নূরন্নবী চৌধুরী শাওনের বাবা আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরী (৯০) মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বুধবার ভোরে ঢাকার ইউনাটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে এমপি শাওনের বাবার মৃত্যুর সংবাদে লালমোহন-তজুমদ্দিনে শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, আজ ১১ই জুলাই সকাল ৯টায় ঢাকা রমনা মধুবাগ মাঠে প্রথম জানাজা, সকাল সাড়ে ১০টায় বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টর যোগে ভোলার লালমোহনে নিয়ে আসা হবে মরহুমের লাশ। পরে লালমোহন মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
পিতার মৃত্যুর সংবাদ শুনে ইতোমধ্যে ইংল্যান্ড থেকে দেশের উদ্দেশ্য রওয়ানা হয়েছেন এমপি শাওন। গত ৬ই জুলাই বাংলাদেশ পার্লামেন্টারী ক্রিকেট টিমের সদস্য হিসেবে রাষ্ট্রীয় সফরে ইংল্যান্ডে ছিলেন তিনি।
এদিকে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের বাবা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লালমোহন উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা আওয়ামীলীগ, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান , যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওলামা লীগ,মহিলা লীগ লালমোহন প্রেসক্লাব,সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন।