এইচএসসি পরীক্ষায় ভোলায় পাসের হার ৭৩.২৯ শতাংশ
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।
এ বছর এইচএসসি পরীক্ষায় ভোলা জেলায় গড় পাসের হার ৭৩.২৯ শতাংশ। পাসে হারের দিক থেকে বরিশাল বোর্ডের অধীনে দ্বিতীয় স্থান অর্জন করেছে ভোলা জেলা
জেলার সাতটি উপজেলার ৫৩টি কলেজ থেকে ৭ হাজার ৭২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ৩৮৪ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৩ হাজার ৬৬২ জন এবং মেয়ে ২ হাজার ৭৩৫ জন।
ভোলা জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৩৪ জন। এদের মধ্যে ছেলে ৪০ জন এবং মেয়ে ৯৪ জন।
বুধবার (১৭ জুলাই) ফলাফল ঘোষণার পর বরিশাল শিক্ষা বোর্ড বিষয়টি জানায়।