বমি ও ডায়রিয়ায় এক ঘণ্টার মধ্যে পুলিশ পরিদর্শকের মৃত্যু

নিউজ ডেস্ক, আমাদের ভোলা.কম।

ময়মনসিংহের ভালুকায় বমি ও ডায়রিয়াসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মোহাম্মদ সালাহউদ্দিন মিয়া (৫৩) নামে শিল্প পুলিশের এক পরিদর্শক মারা গেছেন।

আজ বুধবার (২৪ জুন) ভোরে  ভালুকা উপজেলা হাসপাতালে তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সালাউদ্দিন ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার রাতে পাতলা পায়খানা ও বমি করায় তাকে ভালুকা উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে ভোরে তিনি মারা যান।

তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

ভালুকা শিল্প পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার নুর নবী জানান, গতরাত পৌনে ২টার দিকে সালাহউদ্দিন বারবার পাতলা পায়খানা ও বমি করায় নিজেই চিকিৎসকের সাথে কথা বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং হেঁটে হেঁটে হাসপাতালের দোতলায় উঠেন। এক ঘণ্টার ব্যবধানে রাত পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে স্যালাইন দেয়ার জন্য ক্যানোলা লাগানোর সময় তিনি মারা যান।

তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হাজী আবু আলেম মিয়ার ছেলে। তার লাশ বাড়িতে পাঠানো হয়েছে।

সূত্র – সাম্প্রতিক দেশকাল

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।