চরফ্যাশন পৌরসভার ৬৯ কোটি টাকার বাজেট ঘোষণা

এম আবু সিদ্দিক, চরফ্যাশন থেকে বিশেষ প্রতিনিধি

ভোলার চরফ্যাশন পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৬৯ কোটি ১৩ লাখ ৫১ হাজার টাকার বাজেট বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় চরফ্যাশন পৌরসভার মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে সংবাদ সম্মেলনে পৌর মেয়র মোঃ মোরশেদ এই বাজেট ঘোষণা করেন।

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১০ কোটি ২ লাখ ১০ হাজার ৮ শত ৭৪ টাকা৷ উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৫৮ কোটি ১০ লাখ টাকা৷ বাজেটে সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৮২ লাখ ৫৬ হাজার ৯ শত ৮৮ টাকা৷

 

সাংবাদিক সম্মেলনে পৌর মেয়র মোঃ মোরশেদ বলেন, দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে জনকল্যাণমুখী কার্যক্রমকে প্রাধান্য দেয়া হয়েছে এ বাজেটে৷ এছাড়া পূর্বঘোষিত কর্মসূচিসমূহ অব্যাহত রেখে যানজট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিধন, ড্রেন ও রাস্তা নির্মাণ, টিউবয়েল স্থাপন, সড়কে বাতি স্থাপন, বৈশ্বিক মহামারি করোনা প্রাদুর্ভাব রোধে বিভিন্ন পদক্ষেপ সহ নানান উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করা হয়েছে৷ সকলের আন্তরিক সহযোগিতায় এ বাজেট বাস্তবায়নে চরফ্যাশন পৌরসভাকে একটি অত্যাধুনিক পৌরসভায় পরিণত করা সম্ভব বলে মনে করেন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।