এবার ভিন্ন রুপে কড়া লকডাউন

নিউজ ডেস্কঃ আমাদের ভোলা

করোনা ভাইরাস বা কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে আবারও লকডাউনের পথে সরকার। এবার একযোগে ৫০টি জেলা সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।
আক্রান্তের সংখ্যা বিবেচনা করে রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে চিহ্নিত করা হয়েছে।

এ শ্রেণি বিন্যাস অনুযায়ী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন হবে স্বাস্থ্যবিধি ও আইনি পদক্ষেপ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে পুরোপুরি লকডাউন (রেড জোন বিবেচিত) দেখানো হচ্ছে।
৫টি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে আংশিক লকডাউন (ইয়েলো জোন বিবেচিত) দেখানো হচ্ছে। ১টি জেলা ও ৭৫টি উপজেলাকে লকডাউন নয় (গ্রিন জোন বিবেচিত) দেখানো হচ্ছে।

সম্পূর্ণ লকডাউন ঘোষিত জেলাগুলো হচ্ছে;

১. বরগুনা।২. বরিশাল।৩. পটুয়াখালী।৪. পিরোজপুরকে।৫. ব্রাহ্মণবাড়িয়া।৬. চাঁদপুর।৭. কুমিল্লা।৮. কক্সবাজার।৯. ফেনী।১০. খাগড়াছড়ি।১১. লক্ষ্মীপুর।১২. নোয়াখালীকে।১৩. গাজীপুর।১৪. গোপালগঞ্জ।১৫. কিশোরগঞ্জ।১৬. মাদারীপুর।১৭. মানিকগঞ্জ।১৮. মুন্সিগঞ্জ।১৯. নারায়ণগঞ্জ।২০. নরসিংদী।২১. রাজবাড়ী।২২. শরীয়তপুর।২৩. টাঙ্গাইল।২৪. চুয়াডাঙ্গা।২৫. যশোর।২৬. খুলনা।২৭. মেহেরপুর।২৮. নড়াইল।২৯. সাতক্ষীরা।৩০. বগুড়া।৩১. জয়পুরহাট।৩২. নওগাঁ।৩৩. নাটোর।৩৪. রাজশাহী।৩৫. দিনাজপুর।৩৬. গাইবান্ধা।৩৭. কুড়িগ্রাম।৩৮. লালমনিরহাট।৩৯. নীলফামারী।৪০. পঞ্চগড়।৪১. রংপুর।৪২. ঠাকুরগাঁও।৪৩. হবিগঞ্জ।৪৪. মৌলভীবাজার।৪৫. সুনামগঞ্জ।৪৬. সিলেট।৪৭. জামালপুর।৪৮. ময়মনসিংহ। ৪৯. নেত্রকোনা। ৫০. শেরপুর।

আংশিক লকডাউন ঘোষিত জেলাগুলো হচ্ছে ;

১. ভোলা।২. ঝালকাঠি।৩. বান্দরবান। ৪. চট্টগ্রাম। ৫. রাঙ্গামাটি।৬. ঢাকা।৭. ফরিদপুর। ৮. বাগেরহাট।৯. কুষ্টিয়া। ১০. মাগুরা। ১১. চাঁপাইনবাবগঞ্জ।১২. পাবনা।১৩. সিরাজগঞ্জ।

আর লকডাউন নয় ঘোষিত জেলাটি হচ্ছে,

১.ঝিনাইদহ।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।