উপজেলা ছাত্রলীগের ঈদ পূর্ণমিলনী আনন্দ ভাগ করে নিলেন- এমপি মুকুল।

নীল রতন, বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা.কম।

ভোলার বোরহানউদ্দিন উপজেলা ছাত্র লীগের ঈদ পরবর্তী ঈদপূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের উপজেলা সড়কের বাস ভবনে সকাল থেকে দিনব্যাপী এ অনুষ্ঠান উৎযাপিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি আলী আজম মুকুল। এ সময় এমপি তার ছাত্র জীবনের স্মৃতিচারণ করে বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতি শুরু করেছিলাম। কোন ছাত্র-ছাত্রী যদি জাতির পিতা ও তার সুযোগ্য কন্যা মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে ছাত্র রাজনীতি করে তবে সে কখনো পথহারা হবেননা। তার জীবনে উন্নতি আসবেই। যার প্রমান আমাদের মাননীয় তোফায়েল আহমেদ এমপি। তিনি সবর্দা বঙ্গবন্ধুর অদর্শ ও তার দেখানো পথে চলতেন।তিনি আরো বলেন, বিগত দিনে দেশের দূর্যোগকালীন সময়ে একমাত্র ছাত্র-ছাত্রীরাই দেশের হাল ধরেছেন। ৫২ এর ভাষা আন্দোলন, ৬ দফা দাবী, ৭১ এর স্বাধীনতা যুদ্ধে অংশগ্রন ছাত্রদের ভূমিকা ছিলো সব থেকে বেশি। আদর্শ ছাত্র-ছাত্রীরাই পারে একটি দেশকে উন্নতির স্বর্ণ শিখরে পৌছে দিতে। পরে তিনি ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সৎ ভাবে ছাত্র রাজনীতি করতে হবে, আ’লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড জনতার সামনে তুলে ধরতে হবে, সকল অন্যায় কাজ মাদক,জুয়া, জঙ্গিবাদ থেকে দুরে থাকতে হবে। ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সম্পাক পলাশ বিশ্বাস, পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুল্যা আল মামুন, সম্পাদক হাসান মুন্না, ভোলা পলিটেকনিক কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান বাপ্পা, উপজেলা ছাত্রলীগ নেতা তানজিল ভুঁইয়া জিতু সহ বিভিন্ন ইউনিয়ের ছাত্রলীগ নেতা-কর্মীরা।
ছবি সংযুক্ত–বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা-কর্মীদের সাথে এমপি আলী আজম মুকুল।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।