স্থানীয় সরকার নির্বাচনে এক পৌরসভা ও ৭১ ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত
নিউজ ডেস্ক, আমাদের ভোলা.কম।
স্থানীয় সরকার নির্বাচনে ঢাকা বিভাগের একটি পৌরসভা এবং বিভিন্ন বিভাগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক(মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের অন্যান্য সদস্যরা।