সিরাজগঞ্জে মসজিদের বৈদ্যুতিক এসির তার চুরি করতে গিয়ে সাজিব(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সাজিব সয়াগোবিন্দ গ্রামের মো.সমশের আলীর ছেলে। গতকাল শনিবার গভীর রাতে পৌরএলাকার হেদনগর (বেপারীপাড়া) জামে মসজিদের ওজুখানার ছাদে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,গভীর রাতে মসজিদের ওজু খানার ছাদে উঠে বৈদ্যুতিক এসির তার প্লাস দিয়ে কাটার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়। সকালে রাজমিস্ত্রি কাজ করতে এলে যুবকের মরদেহ দেখতে পায়। এ ঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে সদর থানা এএসআই তাপস ঘটনাস্থল পরিদর্শন করেন।
মসজিদ কমিটির সাধারন সম্পাদক আলহাজ মো. আব্দুস সালাম ও মাদ্রাসা কমিটির সভাপতি মো. ফয়েজ উদ্দিন জানান, গভীর রাতে প্লাস দিয়ে এসির তার কাটার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়। ইতিপুর্বে রাতের অন্ধকারে একাধিকবার মসজিদের তার চুরি হবার ঘটনা ঘটেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, শাহেদনগর(বেপারীপাড়া) জামে মসজিদের বৈদ্যুতিক এসির তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু হয়েছে। আলামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।