ভোলায় স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আলামিনের বাসায় দুর্ধর্ষ চুরি

বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা।

ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা, স্বণালংকার, দামী মালামালসহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় চোরচক্র। শনিবার (২০ জুন) গভীর রাতে শহরের মহাজনপট্টিস্থ খন্দকার আলামিনের বাসভবনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে খন্দকার আলামিন ভোলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন বলেন, শনিবার রাত প্রায় ৩টার দিকে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একটি সংঘবদ্ধ চোরচক্র আমার বাসায় প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, দামী মালামাল নিয়ে যায়। এসময় চোরচক্র বাসায় থাকা নগদ প্রায় ১ লক্ষ ২৭ হাজার টাকা, ৯ ভড়ি স্বর্ণালংকার ও বাসার কিছু দামী মালামাল নিয়ে যায়। চোরচক্রদল পূর্ব পরিকল্পিতভাবেই এই চুরির ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে ভোলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন বলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন তার বাসায় চুরি হওয়ার ঘটনায় থানায় অভিযোগ করেছেন। আমাদের পুলিশের একটি টিম চোরচক্রকে ধরার জন্য কাজ করছে। আশা করি অতিদ্রুত তাদেরকে ধরতে সক্ষম হবো।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।