ভোলায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কাজী মহিবুল্লাহ আজাদ, আমাদের ভোলা
ভোলায় মানসিক ভারসাম্যহীন রাসেল (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত রাসেল একই গ্রামের সিরাজ মাষ্টারের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রাসেল প্রায় ১২ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলো। হঠাৎ করে মঙ্গলবার সকালে গ্রামের আম গাছের সাথে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।