ভোলায় ট্রলির চাপায় পথচারী নিহত
মোঃ সালাহউদ্দিন, আমাদের ভোলা।
ভোলায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির চাপায় ইয়াকুব (৩৫) নামে এক পথচারি নিহত হয়েছেন।
শনিবার (১৮ জুন) দুপুরের দিকে ভোলা-চরফ্যাশন সড়কের আজিমউদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব ভোলা সদরের নবীপুর গ্রামের বাসিন্দা। এছাড়া ট্রলিটি খাদে পড়ে আহত হয়েছেন রাজিব, সুমন ও মহিউদ্দিন নামে আরও তিনজন।
বোরহানউদ্দিনের ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে।
ভোলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, বিদ্যুতের খুঁটি নিয়ে একটি ট্রলি ভোলা থেকে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। ভোলা-চরফ্যাশন মহাসড়কের আজিমুদ্দিন এলাকায় পৌছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রালির চাপায় ঘটনাস্থলেই এক পথচারির মৃত্যু হয় এবং তিনজন আহত হয়েছেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করছেন।