ভোলায় অনুর্ধ্ব ১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত
স্টাফ রির্পোটার ॥
নবীন প্রজন্মের মধ্য থেকে আগামি দিনের মাসরাফি-সাকিবের খোজে ভোলায় অনুর্ধ্ব -১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছ। শুক্রবার দিন ব্যাপি ভোলা গজনবী স্টেডিয়ামে ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ব্যবস্থাপনায় এই ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়। কানির্ভালে পদ্মা ,মেঘনা ,যমুনা ,সুরমা মোট ৪ টি দলে ভোলার বিভিন্ন স্থানের ৩৫ জন খুদে ক্রিকেটার অংশ গ্রহন করে। ফাইনাল খেলায় যমুনা দলকে হারিয়ে দল সুরমা দল চ্যাম্পিয়ান হয় ।
বিকেলে পুরস্কার বিতরনি অনুষ্ঠিত হয় । এসময় প্রধান অতিথি হিসেবে বিজয়িদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো: মোজাহিদুল ইসলাম। এসময় ভোলা জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন , অতিরিক্ত সাধারন সম্পাদক মুনতাসির আলম চৌধূরি রবিন , যুগ্ম সম্পাদক তানভির হায়দার চৌধূরি রাজিব , নির্বাহি সদস্য আরিফুল ইসলাম ,মুসরিন বেগম , সুমন খান , সাইফুল ইসলাম বাবু, অভিবাবক লুৎফুন নেসা, সাবেক ক্রিকেটার বেনু পাল , আকতার ,আমজাদ সহ ক্রিড়া সংস্থার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন