ভোলার ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ঢাকায় গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন, আমাদের ভোলা।
মোঃ মোরাদ হোসেন, অফিসার ইনচার্জ, দুলারহাট থানা, ভোলার নেতৃত্বে ১১ জুন শনিবার মাদক, চাঁদাবাজী, ডাকাতি, প্রতারণা, নারী ধর্ষণসহ একাধিক মামলায় ৬০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মুরাদ হোসেন মুন্নাকে ঢাকার গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সন্ত্রাসী মুরাদের বিরুদ্ধে চরফ্যাসন উপজেলার বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজী, ডাকাতি, প্রতারণা, নারী ধর্ষণসহ একাধিক মামলা হয়। ওই মামলায় সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। তার বিরুদ্ধে দায়ের করা এসব মামলায় দীর্ঘ শুনানীর পর মামলার অভিযোগ সাক্ষ্যপ্রামণে সন্দেহতীত ভাবে প্রমানিত হওয়ায় ২০২১ সনে চরফ্যাসন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক তাকে বিভিন্ন মামলায় ৬০ বছরের সশ্রমকারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামী মুরাদ আদালতে উপস্থিত ছিলেন না। ৬০ বছরের সাজার দণ্ড কাঁধে নিয়ে মুরাদ হোসেন মুন্না ঢাকার গুলিস্তান এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুলারহাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।