ভোলার চরফ্যাশনে বাসের ছাদে বাস মালিকের লাশ
চরফ্যাশন প্রতিনিধি, আমাদের ভোলা.কম।
চরফ্যাশনে ‘হাজী খেয়ালী পরিবহন’ নামে একটি বাসের ছাদ থেকে ওই বাসের মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রীর বড় ভাই জিয়াউর রহমানকে আটক করেছে।
সোমবার মধ্যরাতে চরফ্যাশন উপজেলার নতুন বাস স্ট্যান্ডের ওই বাস থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত বাস মালিকের নাম মো. সোহাগ ভূঁইয়া। তিনি চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল বারেক ভূঁইয়ার ছেলে।
চরফ্যাশন থানার ওসি মো. সামছুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার মধ্যরাতে অন্য বাসের লোকজন বাসের ছাদে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে।
এ ঘটনায় নিহত বাস মালিকের স্ত্রীর বড় ভাইকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। কারণ তিনি র্দীঘদিন ওই বাসে চাকরি করতেন। গত কয়েকদিন আগে টাকা চুরির অপরাধে তাকে চাকরি থেকে বাদ দেয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।