ভোলায় গ্রামীন ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত
এম শাহরিয়ার ঝিলন ॥
মুজিব বর্ষ উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের আহ্বায়নে ভোলা সদরের ইলিশায় বৃক্ষরোপন কর্মসূচী ২০২১ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকালে গ্রামীন ব্যাংক ইলিশা শাখার আয়োজনে সদস্যদের মাঝে চারা বিতরণ ও চারা রোপন কর্মসূচী পালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থি থেকে গ্রামীণ ব্যাংক ভোলা যোনের যোনাল ম্যানেজার মোহাং আবুল কাশেম বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক ভোলা যোনের যোনাল অডিট অফিসার এস এম ফারুক, এরিয়া ম্যানেজার এস জি এম ফারুক, যোন প্রতিনিধি অনিমেষ চন্দ্র বিশ্বাস, গ্রামীণ ব্যাংক ইলিশা শাখা ব্যাবস্থাপক মোঃ মাহবুব আলমসহ শাখার সকল সহকর্মীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, মুজিব বর্ষ উপলক্ষে ২০২১ সালে গ্রামীণ ব্যাংক সারাদেশে গ্রাহকদের মাঝে ১০ কোটি চারা বিতরণের উদ্যোগে নিয়েছে। এরই ধারাবাহিকতায় ভোলা জেলার বিভিন্ন শাখার সদস্যদের বাড়ির আশপাশে ফলজ, বনজ ও ঔষধী চারা রোপন করা হয়েছে। গ্রামীণ ব্যাংক প্রতি বছর এই বৃক্ষরোপন কর্মসূচী পালন করে আসছে।