বোরহানউদ্দিনে ইয়াবাসহ দুই মাদকসেবী গ্রেফতার
![](https://amaderbhola.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বিশেষ প্রতিনিধি: আমাদের ভোলা
ভোলার বোরহানউদ্দিনে ৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. নাসিম ও সোহেল হাওলাদার নামের দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার সকাল ১০ টার দিকে পৌরসভার দুই নাম্বার ওয়ার্ডের নাসিমের বসতঘর থেকে তাঁদের গ্রেফতার করা হয়। নাসিম পৌরসভার দুই নাম্বার ওয়ার্ডের মৃত ওবায়দুল হকের ছেলে। সোহেল পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের ইয়াসিন হাওলাদারের ছেলে।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: মোহাইমিনুল ইসলাম জানান, তিনি গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে পৌরসভার দুই নাম্বার ওয়ার্ডের নাসিমের বসতঘর থেকে ওই দুই মাদকসেবীকে গ্রেফতার করা হয়। ওই সময় তাঁদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক জানান, তাঁদের এর আগেও অনেকবার মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তাঁরা একাধিক একই ধরণের মামলার আসামী। ওই ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়ে ছে। বুধবারই তাঁদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।