ডিআইজি মিজানুরের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
আমাদের ভোলা.কম ডেস্ক।
পুলিশের ডিআইজি মিজানুর রহমানের সকল স্থাবর ও অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. মঞ্জুর মোর্শেদের আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জাজ কোর্টের বিচারক কেএম ইমরুল কায়েস এই আদেশ দেন।
দুদক পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ ডিআইজি মিজানুরের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত কমিটির প্রধান।
আদালত তার আদেশে, ধানমন্ডির সিটি ব্যাংক থেকে ডিআইজি মিজানুরের ১০ লাখ টাকা এফডিআর জব্দ করতে নিবন্ধন মহাপরিদর্শককে ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। সেই সঙ্গে ঢাকার বিভিন্ন এলাকায় তার তিনটি ফ্ল্যাট ও তিনটি প্লট বাজেয়াপ্ত করারও আদেশ এসেছে।
দুদকের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গির দ্য ডেইলি স্টারকে বলেন, তদন্ত করে মিজানুরের অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক।
সূত্র – ডেইলি স্টার