জামিন নাকচ, ওসি মোয়াজ্জেম কারাগারে

ডেস্ক রিপোট, আমাদের ভোলা.কম।

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন এই আদেশ দেন।

একইসঙ্গে ৩০ জুন মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করে আদালত। ওইদিনই আসামির বিরুদ্ধে চার্জগঠন করা হবে।

এর আগে শাহবাগ থানা থেকে বেলা সাড়ে ১২টার দিকে সোনাগাজীর সাবেক ওসিকে আদালতে হাজির করা হয়। পরে রাখা হয়ে মহনগর দায়রা জজ আদালতের হাজতখানায়।

রবিবার গ্রেপ্তারের পর সোমবার সকালে ওসি মোয়াজ্জেমকে ফেনীর সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করে শাহবাগ থানা পুলিশ।

সোনাগাজীতে পুড়িয়ে হত্যা করা মাদরাসাছাত্রী নুসরাত জাহানের জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলার আসামি মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।