চরফ্যাশনে বিষপানে যুবতীর মৃত্যু
এম আবু সিদ্দিক,বিশেষ প্রতিনিধিঃ
চরফ্যাশনের মুখারবান্দা ৪ নং ওয়ার্ডে শুক্রবার রাতে জিহান মুন্নি(১৭) নামের এক যুবতীর মৃত্যু হয়েছে।
নিহত মুন্নি উপজেলার মুখারবান্দা গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।
জানাযায়, শুক্রবার(১১জুন) সন্ধ্যা ৭ টার সময় মুন্নি নিজ ঘরে ছোট ভাইয়ের সাথে মোবাইল নিয়ে অভিমান করে বিষপান করেন।
রাতেই আত্মীয়-স্বজনরা তাকে দ্রুত চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করলে রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় যুবতি মারা যায়।
এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন মিয়া এই তথ্য নিশ্চিত করে বলেন,এই ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাইনি।তবে অপমৃত্যুর মামলা হবে।