মেট্রো ট্রেনের পারফরম্যান্স টেস্ট শুরু

অনলাইন ডেস্ক, আমাদের ভোলা।

দেশের প্রথম বিদ্যুৎচালিত ট্রেন মেট্রো ট্রেনের পারফরম্যান্স টেস্ট শুরু হয়েছে। মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে মেট্রোরেলের দিয়াবাড়ি ডিপো এলাকায় রেল লাইনের ওপর এ টেস্ট শুরু হয়। এসময় ছয়টি বগি একত্র করে রেল লাইনে চলানো হয়। পরে নির্ধারিত স্থানে ট্রেনের দরজা খোলার পর মেট্রোরেলের কর্মকর্তারা তাতে প্রবেশ করেন।

এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এসময় তিনি বলেন, বাংলাদের প্রথম উড়াল মেট্রোরেল লাইন নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। মেট্রোরেল নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি ৬৪ শতাংশের মতো।

তিনি জানান, আগস্টের মধ্যে ডিপো এলাকার ভায়াডাক্টের ওপর পারফরম্যান্স টেস্ট শুরু করা হবে। এই টেস্ট শেষ হওয়ার পর ইন্ট্রিগ্রেটেড টেস্ট শুরু করা হবে। ইন্ট্রিগ্রেটেড টেস্ট সম্পন্ন হওয়ার পর ট্রেনের ট্রায়াল রান শুরু করা হবে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।