মনপুরায় ২০০ পরিবারকে ঈদ উপহার দিলো প্রাক্তন শিক্ষার্থীরা।

বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা.কম।

করোনা ভাইরাস দুর্যোগে মনপুরা উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নিন্ম আয়ের ২০০ পরিবারকে ঈদ উপহার দিয়েছে সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠে অসহায় পরিবারগুলোর মাঝে ঈদ উপহার তুলে দেয়া হয়।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে ‘প্রীতি ঈদ উপহার’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিসেস সেলিনা আক্তার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস এবং ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্যাহ কাজল।

প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র-ছাত্রীদের তথ্যমতে, ১৯৯২ থেকে ২০১৯ সাল পর্যন্ত যেসব শিক্ষার্থীরা উক্ত বিদ্যালয়ে মাধ্যমিকে পড়ালেখা করেছেন এবং বর্তমানে দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন তাদের উদ্যোগে প্রীতি ঈদ উপহার দেয়া হয়। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে মানিকগঞ্জ হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী, ব্যাংকার, শিক্ষক, পুলিশ সদস্য, সেনা সদস্য,প্রকৌশলী, ব্যবসায়ী ও বেসরকারি চাকুরিজীবীরা রয়েছেন। জানা যায়, উপহার সামগ্রী মধ্যে আলু, সেমাই, দুধ, চিনি, পেঁয়াজ, মশারীর ডাল, তেল, লবণ, সাবান ও মাক্স দেওয়া হয়।

জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র (বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত) মো. ফজলুল হক বলেন, শুধুমাত্র প্রাক্তন শিক্ষার্থীদের সহায়তায় এই ঈদ উপহার দেয়া হয়। এখানে কর্মজীবীরা ছাড়াও অনেক ছাত্র-ছাত্রী টিউশনের টাকা বাঁচিয়ে হতদরিদ্রদের সেবায় এগিয়ে এসেছে। আগামীতেও বিভিন্ন পরিস্থিতিতে হতদরিদ্র্য পরিবারের পাশে থাকার আশা ব্যক্ত করেন তিনি।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।