ভোলা-২ আসনকে দূর্নিতি মুক্ত করতে সকলের সহযোগীতা চাইলেন এমপি মুকুল

নীল রতন , বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা.কম।

ইতি মধ্যে ভোলা-২ আসন মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, চাঁদাবাজী সহ সকল অপরাধ প্রায় শুন্যের কোঠায়। পুরোপুরি দূর্নীতি মুক্ত করতে সকলকে এক সাথে এগিয়ে আসতে হবে। তাই এ সংগ্রামে আমি দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করছি। বর্তমান সরকার দূর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষনা করেছেন। এখন অন্যায় করে কেউ পার পাওয়ার সুযোগ নেই। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের কেউ অন্যায় করলে তাকেও ছাড় দেয় না।

শনিবার বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে ওসি ম.এনামুল হকের সভাপতিত্বে ওপেন হাউজ ডে, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন, ভোলা-২আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা পুলিশ সুপার মো: মোক্তার হোসেন পিপিএম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খাঁন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা, বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, উপজেলা আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আব্দুল্লাহ্, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহমদ উল্যাহ মিয়া প্রমুখ। থানার কর্মকর্তা কর্মচারী সহ আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল ও দোয়া পরিচালনা করেন থানা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুহিবুল্যাহ।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।