বোরহানউদ্দিনে ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ শুরু করলেন এমপি

বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা.কম:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্যক্তিগত তহবিল থেকে করোনার কারণে কর্মহীণ হয়ে পড়া হতদরিদ্র ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য(এমপি) আলী আজম মুকুল। শনিবার সাংসদ প্রথম দিনে দৈহিক দূরত্ব বজায় রেখে উপজেলার হাসাননগন ও কাচিয়া ইউনিয়নের ১ হাজার পরিবারের মাঝে ওই খাদ্য সহায়তা তুলে দেন।
সাংসদ আলী আজম মুকুল জানান, পবিত্র মাহে রমজানে আমার নির্বাচনী এলাকায় যাতে একজন দরিদ্র মানুষও অভূক্ত না থাকে এজন্য তৃতীয় পর্যায়ে আমার ব্যক্তিগত তহবিল থেকে বোরহানউদ্দিন ও দৌরতখানের ২০ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। ২০ রমজানে আবার ২০ হাজার দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হবে।
সংম্লিষ্ট সূত্রে জানান যায়, চাল, ডাল, তেল, আলু, চিনি, চিড়া, ছোলা ও সাবান মিলিয়ে একটি প্যাকেজ প্রতিজন দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
ওই সময় উপজেলা চেয়ারম্যান মো.আবুল কালাশ আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ইউএনও(ভারপ্রাপ্ত)মো. বশির গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।