চরফ্যাসনে পানিবন্দি দুই ইউনিয়নে খাবার ও নগদ টাকা বিতরণ

এম আবু সিদ্দিক,চরফ্যাসন থেকে বিশেষ প্রতিনিধিঃ

ঘূণিঝড় ইয়াস এর প্রভাবে ভোলার চরফ্যাসনে বিচ্ছিন্ন দুই ইউনিয়নে পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।বুধবার কুকরি মুকরি ইউনিয়নের চরপাতিলা ও ঢালচর এলাকার কয়েক হাজার মানুষের মধ্যে খাবার বিতরণ ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

জোয়ারে ঘর-বড়ি ডুবে যাওয়ায় মঙ্গলবার থেকে কারও চুলা জ্বলেনি এবং তারা ১দিন অভূক্ত ছিল।

পানিবন্দি পরিবারগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট

এ অবস্থায় বুধবার (২৬ মে) বিকালে নৌকাযোগে পানিবন্দি চর পাতিলা এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করেছেন চর কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন।এছাড়াও পানিবন্দি ঢালচর ইউনিয়নের শতাধিক পরিবারদের মাঝে নগদ টাকা ও খাবার বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার।

খাবারের মধ্যে পানি, চিড়া, মুড়ি, গুড়, লবণ, দুধ, বিস্কুট, মোমবাতি ম্যাচ ও খাবার ওরস্যালাইনসহ শুকনো খাবার প্যাকেট। কুকরি মুকরির চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন,তার ব্যক্তিগত তহবিল থেকে এসব অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

ঘূর্ণীঝড় ইয়াস এর প্রভাবে মঙ্গলবার রাতে কুকরি-মুকরি ও চর পাতিলায় ৪ থেকে ৫ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

সেখানে প্রায় ৮ হাজার মানুষ এখনও পানিবন্দি হয়ে রয়েছে।

কোস্টগার্ড মঙ্গলবার মধ্যরাতে পানিবন্দি ৯০ পরিবারকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়েছে।

আশ্রয়কেন্দ্রে যারা রয়েছে তাদেরকে সরকারিভাবে উপজেলা প্রশাসন থেকে শুকনো খাবার সরবরাহ করছেন।

ঢালচর ইউপি চেয়ারম্যান জানান স্হানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক পরিবারকে নগদ সহায়তা দেয়া হয়েছে।এই টাকা তিনি আজ বুধবার দুপুরে ঢালচর ও চর নিজামে বিতরণ করেছেন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।