কবি মোঃ আঃ কুদদূস এর ” বন্দনা “

আজিকে ভালোবাসার বন্ধন,
হোক মোর আনন্দ চিরন্তন।
কোকিলের কুহু কুহু ডাকে
বাঁকা নদীর ঐ নির্জন বাকে
অপলক হেরি অদৃশ্য তাঁকে
যে শুধু এ হৃদয়াঙ্গনে থাকে।
ভালোবাসিলেও নিরবেই রয়
না বাসিলেও বিমূর্ত ছায়া হয়
সকাল-সন্ধ্যা বা রাত-বিরাতে
প্রেমের ছবি আঁকি নিজ হাতে।
মনের নিভৃতে লুকানো ফ্রেমে
সে ছবি সাজাই দরুদে প্রেমে।
হিমেল বায়ুর নরম গতি
এ অন্তরে ঝড় তোলে অতি
ভালোবাসা ছড়ায় কচি পাতা
প্রেমের ছবিতে পূরাই খাতা।
কোথায় বসে আছে কোন দূরে?
খুঁজি তাঁহাকে কোকিলের সুরে।
ঋতু পরিক্রমায় শুধু যে সে
বার বার নিভৃতে ফিরে আসে
এ হৃদয় কুঞ্জে জমাট বাঁধে
কেন যে নিরদ্দিষ্ট,কোন সাধে?
সে হোক মোর আত্মার খোরাক-
অমাবস্যার আঁধারে বোরাক,
জোৎস্না রাতে অনুপম সাধনা
জীবন ভর তাঁরই বন্দনা।

১১ মে ২০১৯
ঢাকা

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।