নিউজ ডেস্ক , আমাদের ভোলা.কম।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ মাসে ৮৫ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, হুমকি ও পেশাগত কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন।
শুক্রবার চলতি বছরের জানুয়ারি-এপ্রিল চার মাসের সংখ্যাগত প্রতিবেদনে এ পরিসংখ্যান প্রকাশ করে আসক।
গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়েছে।আসক মনে করে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিশেষত মার্চ-এপ্রিল মাসে যেভাবে বাধা দেওয়া হয়েছে এবং নানাভাবে হয়রানি ও শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত।