২০০ কিলোমিটার বেগে ভারতের ওডিশায় ‘ফণী’র ছোবল

নিউজ ডেস্ক , আমাদের ভোলা.কম।
ভারতের ওডিশা রাজ্যের পুরি উপকূলে আঘাত হেনেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’। এর গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার। এ ছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে ভূমিধসের খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘ফণী’। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভারতীয় আবহাওয়া কার্যালয় বলছে, বেলা ১১টা পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। এরপর এটি ক্রমেই উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হবে। পরে আগামীকাল সকালে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পশ্চিমবঙ্গে আঘাত হানবে।
কর্তৃপক্ষ বলছে, পূর্ব প্রস্তুতি হিসেবে রাজ্যের ১১ লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রস্তুত রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো।
এর আগে গতকাল বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনার যাবতীয় প্রস্তুতি পর্যালোচনা করেন।
সূত্র – এনটিভি অনলাইন