লালমোহনে রোজাদার ও ইমামদের মাঝে ইফতার সামগ্রী পৌছে দেন এমপি শাওন।
তপতী সরকার, লালমোহন প্রতিনিধি, আমাদের ভোলা.কমঃ
ভোলার লালমোহনে রোজাদার ও ইমামদের মাঝে ইফতার সামগ্রী পৌছে দিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। শুক্রবার সকালে লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নে, ও লডহাডিঞ্জ ইউনিয়নে এবং পশ্চিম চর উমেদ প্রায় ৬০০শ ইমাম দের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে এ ইফতার সামগ্রী পৌছে দেওয়া হয়।
এসময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রীর পদক্ষেপের কারণে করোনা প্রাদুর্ভাব বাংলাদেশে এখনো নিয়ন্ত্রণে আছে। আর এ নিয়ন্ত্রণ বহাল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি অপরকে সুরক্ষিত রাখুন। এ ভাইরাস যাতে না ছড়ায় সেজন্য সবাই সতর্ক থাকুন। রমজানে যাতে খাদ্য সরবরাহ স্বাভাবিক থাকে সে দিকেও নজর দেওয়া হচ্ছে।
এমপি শাওন আরো বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে খেঁটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমতাবস্থায় সরকারের ত্রাণ মন্ত্রাণালয় হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার স্বরুপ দফায় দফায় ত্রাণ বিতরণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন,লডহাডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া,রমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জামাল উদ্দিন,রমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোসলেউদ্দিন লিটন,সাধারন সম্পাদক শফিউল আলম প্রিন্সও দারুল উলুম লিল্লাহ মাদ্রাসার মোতামিম মাওঃ এমরান সাহেব প্রমূখ।