লালমোহনে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের বসত ঘরে হামলা-ভাংচুর। । আহত ৫
লালমোহন প্রতিনিধিঃ লালমোহন রমাগঞ্জ রায়চাঁদ বাজার এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে রহমত আলী হাওলাদার বাড়ীতে হামলা-ভাংচুর, লুট-পাট ও মিনারা বেগম, রাবেয়া, শারমিন, সোহাগ, আঃ মান্নানসহ ৫ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ রাছেল, শান্ত, শাহাবুদ্দিন, বাসার, রাজিয়া, জান্নাত, ইয়াছিন, শামীম, মোস্তফাসহ ১০/১২ জনের ক্যাডার বাহিনী। ৪ মে বেলা ১১টারদিকে এ হামলার ঘটনা ঘটে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন শারমিন জানান, পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষ রাছেলের নেতৃত্বে ১০/১২ জনের ক্যাডার বাহিনী তাদের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট-পাট করে নিয়ে যায়। এসময় বাধা দিলে তাদের উপর হামলা চালায় ক্যাডাররা।