মাহে রমজান উপলক্ষে ভোলায় পুলিশ সুপারের মতবিনিময়

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।
ভোলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নিমূর্লে জেলা ব্যবসায়ী মালিক সমিতি, মার্কেট মালিক সমিতি, পরিবহন মালিক সমিতি, হোটেল মালিক সমিতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ভোলা পুলিশ সুপার মোকতার হোসেন পিপিএম।
২ মে বৃহস্পতিবার সকালে ভোলা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছেন।
ভোলা জেলা পুলিশ সুপার মোকতার হোসেন পিপিএম এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মীর মো: শাফিন মাহমুদ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, চেম্বার অফ কমার্সের পরিচালক মো: শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, প্রেসক্লাব সাবেক আহবায়ক আবু তাহের , দৈনিক ভোলার বানী সম্পাদক মাকসুদুর রহমান ,পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র দে , হিন্দু বৌধ্য খ্রিস্টান পরিষদের আহবায়ক অবীনাষ নন্দী , অধ্যক্ষ রফিকুল ইসলাম, কাউন্সিলর ওমর ফারুকসহ সহ বিভিন্ন মালিক সমিতির প্রতিনিধি গন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
সভার সভাপতি পুলিশ সুপার মোকতার হোসেন পিপিএম বলেন যে কোন সময় যেকোন ঘটনায় পুলিশ এর সহযোগিতা চাইলেই আমরা প্রস্তুত এবং পবিত্র মাহে রমজান মাসে অতীতের মত ভোলা পুলিশের কঠোর নিরাপত্তা থাকবে।পুলিশ সবসময় জনগনের কল্যানে নিয়োজিত।