মানবিক পুলিশ কর্মকর্তা হাসনাইন পারভেজ এর ছুটে চলা।
অনলাইন ডেস্ক, আমাদের ভোলা.কম।
পিরোজপুর জেলার ডিটেকটিভ ব্র্যাঞ্চ (ডিবি) ইন্সপেক্টর পদে আছেন আবু শাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ। তিনি ইতিমধ্যে একজন মানবিক পুলিশ হিসাবে তার কর্মস্থল ও পিরোজপুর জেলা পুলিশ বিভাগের সুনাম বৃদ্ধি করেছেন। পেয়েছেন বরিশাল বিভাগের শ্রেষ্ঠ কমিনিউটিং পুলিশের পুরস্কার। সৎ সদালাপী মানুষ হিসাবে সকলের প্রীয়জন তিনি। তার ধ্যান ও খেয়াল হলো অসহায় মানুষের পাশে দাড়ানো। ছোট বেলা থেকে এই স্বপ্ন তিনি লালন করেছেন হৃদয়ে। তিনি যখন যে খানে যে অবস্থায় থাকেন না কেন সময় সুযোগ পেলে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। অসহায় মানুষের মাঝে ১ টাকায় খাবার পরিবেশন করছেন। মাঝে মাঝে চাকুরীর বেতনেও টান পরে যায় কিন্তু থেমে থাকেনা তার হৃদয়ের লালিত স্বপ্ন। তার স্ত্রী মিশু রহমান আরও এক ধাপ এগিয়ে সমাজিক কাজে সহযোগী হিসাবে স্বামীর পাশে সবসময় কাজ করছেন। করোনায় নিজে বাসায় খাবার রেধে তা নিয়ে ছুটে চলছেন পথে পরে থাকা অসহায় মানুষের মাঝে। তার এই কাজে পিরোজপুরের পুলিশ বিভাগের মুখ আরও উজ্জল হয়েছে। পিরোজপুরের জনসাধারণ এমন মানবিক পুলিশের সেবাই সবসময় আশা করেন।