মনপুরায় সেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে সড়কের ইট তুলে নেওয়ার অভিযোগ
বিশেষ প্রতিনিধি।
ভোলা জেলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরন্নবী বাহারের বিরুদ্ধে সরকারি রাস্তার ইটতুলে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনার চর এলাকার প্রজেক্টের সড়কের এজিংয়ের ইট উঠিয়ে নিচ্ছেন এ নেতা। নুরন্নবী বাহার হাজিরহাট ইউনিয়নের সাবেক চেয়্যারমান আবু মিয়ার ছেলে ও ইউনিয়নের ৩ নং ওয়াডের বাসিন্দা।
এ বিষয়ে জানতে সরোজমিনে গেলে স্থানীয় কাদের, আব্দুল্লাহসহ একাধিক ব্যক্তিরা জানান, গত ৫/৬ বছর আগে হাজিরহাট ইউনিয়নের চুযা মার্কেট থেকে বাচ্চু চৌধুরীর প্রজেক্ট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের কাজ হয়। গত ২ বছর আগে ওই সড়কটি আবার পূনর্রায় সংস্কার হয়। সড়কটি হওয়ায় ওই এলাকার কয়েক হাজার মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়। প্রতিদিনই শত শত লোকজন এ সড়ক দিয়ে যাতায়াত করে আসছে। কিন্তু গত ৪/৫ দিন আগে ওই স্বেচ্ছাসেবক লীগের নেতা তার প্রভাব খাটিয়ে রাস্তার এজিংয়ের ইট উঠিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছে।
তারা আরো জানান, ইট উঠিয়ে নেওয়ায় সড়কটি বর্ষা মৌসুমে চরম হুমকির মুখে রয়েছে। তবে এলাকাবাসী তাকে বাঁধা দিতে গেলে সে বাঁধা উপেক্ষা করে গত দুই দিন আগেও লোক নিয়ে ইট উঠিয়ে আরো ২ গাড়ী নিয়ে যায়।
মনপুরা উপজেলা র্নিবাহি কমর্কতা বিপুল চন্দ্র দাস জানান, আমি বিষয়টি শুনে উপজেলা এলজিইডির প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত নুরন্নবী বাহারের মোবাইলে কযেকবার যোগাযোগের চেস্টা করেও সম্ভব হয়নি।