ভোলায় হাফেজদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দিলেন জেলা পরিষদ
কাজী মহিবুল্লাহ আযাদ, আমাদের ভোলা.কম ॥
করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ভোলা জেলা পরিষদ এর পক্ষ থেকে ১শ কোরআনে হাফেজেদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
রবিবার (১০ মে) ভোলা জেলা পরিষদ চত্বরে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাহামুদুর রহমান,প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলাদার, ভোলা প্রেস ক্লাব সেক্রেটারী অমিতাভ অপু, ভোলা ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল কুদ্দুস। ত্রান সামগ্রীর মধ্যে ছিলো- চাল,ডাল,বুট,আলু,চিনি,তৈল,পেয়াজ,চিনি,খেজুঁর জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন, করোনা ভাইরাসের কারনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এর মধ্যে কোরআন এ হাফেজ রাও এক রকম কর্মহীন হয়ে পরে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে সকল কর্মহীনদের পাশাপাশি হাফেজদের পাশে দাড়িঁয়েছি।