ভোলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাজী মহিবুল্লাহ আজাদ, আমাদের ভোলা।
ভোলায় সুপারিবাগান থেকে মো. হাসনাইন (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মে) রাত সাড়ে ১১টায় সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুন্দরখালী গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাসনাইন একই এলাকার মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, হাসনাইন চট্টগ্রামে একটি ওয়ার্কশপে কাজ করতেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন তিনি। শনিবার রাতে বাড়ির পেছনের সুপারিবাগানের জাম গাছের সঙ্গে হাসনাইনের ঝুলন্ত মরদেহ দেখা যায়। এসময় স্থানীয়রা পুলিশে খবর দেন।
ভোলা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জিত কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।