ভোলায় বেদে সম্প্রদায়কে ঈদ উপহার দিল ২৪ তম বিসিএস ফোরাম
ইয়াছিনুল ইমন, আমাদের ভোলা .কম ।
২৪ তম বিসিএস ফোরাম ভোলা এর পক্ষ থেকে করোনাকালীন দুর্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়। ১৮ মে সোমবার দুপুরে বেদে সম্প্রদায়ের মাঝে এ উপহার বিতরন করা হয়।
উক্ত বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের জেলা সভাপতি ও ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ২৪ তম বিসিএস ফোরাম ভোলা জেলার সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ ফরিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সিঃ মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,ফোরামের সহ সভাপতি, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তৈয়বুর রহমান, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ মাসুদ, ডঃ দিনেশ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,সহকারী অধ্যাপক মোঃ হারুন অর রশিদ, সহকারী অধ্যাপক মোঃ মাহবুব আলম প্রমুখ।
এ ঈদ উপহার পেয়ে সন্তোষবোধ করেছেন বেদে সম্প্রাদায়।