ভোলায় বসতি ভিটা সহ ১৬ দোকান পুড়ে ছাই।

আকতারুল ইসলাম আকাশ, আমাদের ভোলা.কম।

ভোলা সদর উপজেলার ০৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার বিশ্বরোড ব্রিজের পশ্চিম পাশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বসতি ভিটা সহ ১৬ দোকান পুড়ে ছাই হয়েছে। ফায়ারসার্ভিসের ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে। সোমবার রাত ২ঃ১৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, রাত আনুমানিক ২ঃ১৫ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মহুর্তে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে একটি বসতি ভিটা সহ প্রায় ১৬ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার উপরে ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জসিম, মোস্তফা, হোসেন মিঝি সহ আরো অনেকে জানায়, আগুনে চারটি মুদি দোকান, দুটি কাপড়ের দোকান, একটি হার্ডওয়্যারের দোকানসহ মোট ১৬টি দোকান ও একটি বসতি ভিটা পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের প্রায় ২৫ লক্ষ টাকার উপরে ক্ষয়-ক্ষতি হয়েছে। ভোলা ফায়ার সার্ভিসের উপ পরিচালক জাকির হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোলা সদর থেকে ফায়ারসার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।