ভোলায় পুনাকের আয়োজনে ঈদ বস্ত্র বিতরণ
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।
ভোলায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কর্তৃক গরীব,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকালে ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ সব বস্ত্র বিতরণ করা হয়।
পুলিশ নারী কল্যাণ সমিতি ভোলা জেলা শাখার আয়োজনে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ২৫০ জন দরিদ্র নারী-পুরুষকে পোশাক দেওয়া হয়।
ভোলা পুলিশ সুপার মোকতার হোসেন পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুনাক ভোলা জেলা সভানেত্রী ফারহানা তানজীম।
এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মীর শাফিন মাহমুদ, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীন সাংবাদিক এম এ তাহের, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার এসএম মিজানুর রহমান প্রমুখ।