ভোলায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
কাজী মহিবুল্লাহ আযাদ , আমাদের ভোলা.কম।
ভোলায় এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে দশটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোর সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের লোকমান বেপারি বাড়ির মো. লোকমান বেপারির ছেলে শেখ ফরিদ (১৭) বলে জানা গেছে। ঘটনার পর থেকে নিহতের বাবা ও চাচাকে ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায়নি।
নিহতের মা রাবেয়া বেগম জানান, প্রতিদিনের ন্যায় সে রাতের খাবার শেষে তার নিজ শয়নকক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সকাল সাড়ে ছয়টার দিকে মা রাবেয়া বেগম তাকে ঘুম থেকে সজাগ করতে গেলে তিনি গিয়ে দেখেন তার মরদেহ রুমের আড়ার সাথে ঝুলছে।
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার আসল রহস্য পাওয়া যাবে।